Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে নওমালা ইউনিয়ন

পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় ১৪নং নওমালা ইউনিয়ন ।এক নজরে নওমালা ইউনিয়ন পরিষদ
ইউনিয়নের নামঃ ১৪ নং নওমালা
উপজেলাঃ বাউফল
স্থাপন কালঃ ১৯২১ সাল
চেয়ারম্যান
জনাব,এ্যাড.মোঃ কামাল হোসেন বিশ্বাস
মোবাইল নং 01712154110

পটুয়াখালী জেলার বাউফল উপজেলাধীন নওমালা ইউনিয়ন পরিষদ অত্র বাউফল উপজেলার একটি গুরুত্ব পূর্ন ইউনিয়ন পরিষদ। উপজেলা হতে অত্র ইউনিয়নের দুরত্ব ৪কিলোমিটার। অত্র ইউনিয়নের  দক্ষিনে বেতাগী,উত্তরে বগা,পূর্বে যৌতা ,এবং পশ্চিমে আশুরিহাট অবস্থিত। নওমালা ইউনিয়ন বাউফল উপজেলার একটি শিক্ষিত ইউনিয়নের মধ্যে অন্যতম। ১০.৭৫ বর্গমাইল আয়তনের নওমালা ইউনিয়নে ৫টি গ্রাম ও ৩টি ও মৌজায় ১৮৬০৭ জন  জনসংখ্যা রয়েছে।এখানে একটি ডিগ্রি কলেজ , ২টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি আলিয়া মাদ্রাসা ,ও ২টি কাওমি মাদ্রাসা সরকারী প্রাথমিক বিদ্যালয় ১০ও রেজিঃ প্রাথমিক বিদ্যালয় ৭ টি এছাড়াও এনজিও কর্তৃক পরিচালিত অনেক শিক্ষা প্রতিষ্টান রয়েছে। অত্র ইউনিয়নে হাট বাজার ,সরকারী ব্যাংক ও অনেক এনজিও প্রতিষ্ঠান রয়েছে। সবমিলেয়ে এই ইউনিয়ন বাউফল উপজেলার একটি শিক্ষিত ইউনিয়ন হিসেবে পরিচিত।