Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মহিলা বিষয়ক

আমাদের ১৪ নং নওমালা ইউনিয়ন পরিষদ থেকে বিভিন্ন প্রকল্প ও    ইউনিয়ন পরিষদের ব্যক্তি গত প্রকল্প  থেকে  মহিলার জন্য বিভিন্ন কাজ করে থাকে।   এর ভিতর দুঃস্থ্য মহিলার জন্য  শীত বস্ত্র ভিজিএফ ভিজিটি বয়স্ক্য ভাতা ও বিধবা ভাতা কারে থাকেন।

 

কর্মকর্তাবৃন্দ

ছবিনামপদবিফোনমোবাইলইমেইল
undefinedকাজী ইসরাত জাহানউপজেলা মহিলা বিষয়ক অফিসার০৪৪২২-৫৬৩০৭০১৭১২-৭৮৯১৬৯uwaobauphal@gmail.com

মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে প্রদেয় বিভিন্ন সেবা ও কর্মসুচীর বিবরণঃ

ক্রঃনং

কার্যক্রম

                                        সেবার ধরন

সেবা গ্রহণকারী ব্যক্তি/সংস্থা

সেবার স্থান

সেবা প্রাপ্তির সময়সীমা

সেবাদানকারী কর্তৃপক্ষ

মমত্মব্য

১.

বৃত্তিমূলক প্রশিক্ষণ কার্যক্রম

আধুনিক দর্জি বিজ্ঞান ও এমব্রয়ডারী, নার্সারী/কিচেন গার্ডেনিং , কাগজের ঠোঙ্গা তৈরী ,মোমবাতি তৈরী ট্রেডে

আয়বর্ধক কর্মসংস্থানের ব্যবস্থা করা।

দেশের দুঃস্থ অসহায় নারী

জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়

০৩(তিন) মাস

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

 

২.

আর্থ-সামাজিক উন্নয়ন ও সামাজিক সুরক্ষা কর্মসুচী

ভিজিডি কর্মসুচির আওতায় দরিদ্র সীমার নীচে বসবাসকারী

মহিলাদের খাদ্য নিরাপত্তাসহ প্রশিক্ষণ প্রদান ও আয়বর্ধক কর্মসুচিতে তাদের জরিতকরণ। এই কার্যক্রমের অধীনে

 ভিজিডি কার্ডধারী মহিলাদেরকে  (ক) দুইবছর ধরে খাদ্য ও আর্থিক সুবিধা প্রদান করা হয় (খ) আয়বর্ধক সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয় (গ) ভিজিডি চক্র শেষে প্রশিক্ষণ প্রাপ্ত মহিলাদের ঋণ সুবিধা প্রদান করা।

দরিদ্র পীড়িত ও দুঃস্থ গ্রামীন মহিলা

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়

০২ (দুই) বছর 

জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

 

দরিদ্র মা’র জন্য মাতৃত্বকালীন ভাতা কর্মসুচীর অধীনে গ্রামের দরিদ্র গর্ভবতী মায়েদের মাসিক ৩৫০/= হারে দুই বৎসর মেয়াদে মাতৃত্বকালীন ভাতা প্রদান করা হয়। এছাড়া সন্তান প্রসবের পর মা ও শিশুর স্বাস্থ্যসেবার ব্যবস্থা এবং সচেতনতামূলক প্রশিক্ষণ প্রদান করা।

পল্লী এলাকার দরিদ্র গর্ভবতী মহিলা

জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এবং নির্বাচিত এনজিও প্রতিনিধি

০২ (দুই) বছর 

জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

 

ক্ষুদ্রঋণ কার্যক্রমের আওতায় দুঃস্থ অসহায় প্রশিক্ষিত নারীদের

আত্ম-কর্মসংস্থানের লক্ষে ক্ষুদ্রঋণ প্রদান করা। এ কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন কর্মসুচীর আওতায় ১থেকে ১৫০০০/=(পনের) হাজার টাকা পর্যন্ত সহজশর্তে ঋণ প্রদান করা হয়। ঋণ গ্রহীতাদের মূলটাকার সঙ্গে শুধুমাত্র ৫% থেকে ১০% করে সার্ভিস চার্জ প্রদান করতে হয়।

কর্মক্ষম প্রশিক্ষণপ্রাপ্ত দরিদ্র নারী

জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়

আবেদন প্রাপ্তির ১

মাসের মধ্যে ঘূর্নায়মান ঋণ এবং বরাদ্দকৃত ঋণ ২মাসের মধ্যে বিতরণ করা হয়।

জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

 

 

আর্থ-সামাজিক উন্নয়ন ও সামাজিক সুরক্ষা কর্মসুচী

‘‘কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল’’কর্মসূচীর আওতায় দুঃস্থ মহিলাদের মাসিক ৩৫০/= টাকা হারে ২ বৎসর মেয়াদে ভাতা প্রদান এবং পাশাপাশি আয়বর্ধক, দক্ষতাবৃদ্ধি ও সচেতনতামূলক প্রশিক্ষণ প্রদান।

দরিদ্র কর্মজীবী গর্ভবতী/দুগ্ধদায়ী মা

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এবং নির্বাচিত এনজিও প্রতিনিধি

০২ (দুই) বছর 

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

 

৩.

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ

মহিলা ও শিশুদের আইনগত সহায়তা প্রদানের লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত নারী নির্যাতনমূলক অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজণীয় আইনগত পদক্ষেপ গ্রহণের ব্যবস্থা করা হয়।

নির্যাতিত নারী ও শিশু

জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়

আবেদন এবং অবহিত হওয়ার প্রেক্ষিতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ

জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

 

৪.

বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্র

মহিলা বিষয়ক অধিদপ্তরের সকল জেলা/উপজেলা কার্যালয় এবং কার্যালয়ের সাথে রেজিষ্ট্রেশনকৃত নারী সংগঠন, মহিলা প্রশিক্ষণ কেন্দ্র , নারী উদ্যোক্তা এবং দুঃস্থ মহিলাদের উৎপাদিত হস্তশিল্পজাত দ্রব্যাদি বাজারজাতকরণের সুযোগ প্রদানের জন্য বিক্রয় ও প্রদর্শনের ব্যবস্থা গ্রহণ।

রেজিষ্ট্রেশনকৃত নারী সংগঠন, দুঃস্থ মহিলা, মহিলা প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণার্থী , নারী উদ্যোক্তা

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়

মালামাল আনায়ন সাপেক্ষে উক্ত কর্মদিবস থেকে

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

 

৫.

স্বেচ্ছাসেবী মহিলা সমিতি নিবন্ধন

উন্নয়ন কর্মসুচিকে আরো ব্যাপৃত এবং মহিলা জনগোষ্ঠেীর মধ্যে সম্প্রসারণকরার লক্ষে মহিলা সংগঠন সমূহের নিবন্ধন প্রদান করা।

সক্রিয় স্বেচ্ছাসেবী মহিলা সমিতি

জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়

আবেদন প্রাপ্তির ১৫ দিনের মধ্যে

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

 

৬.

বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদ(বামকপ)

মহিলাদের আত্মকর্মসংস্থান ও উন্নয়নের জন্য মহিলা বিষয়ক অধিদপ্তরে নিবন্ধিত সক্রিয় মহিলা সংগঠন সমূহকে আবেদনের ভিত্তিতে বছরে একবার ৫,০০০/= টাকা হতে ২৫,০০০/= টাকা পর্যন্ত আর্থিক অনুদান দেয়া হয়। এ সকল সমিতি আয়বর্ধক কার্যক্রমের ধরণও যোগ্যতা অনুসারে অনুদানের পরিমাণ নির্ধারিত হয়। এছাড়া প্রতি বছর জেলায় ২টি শ্রেষ্ঠ সমিতিকে ৪০,০০০/= (চল্লিশ হাজার) টাকা বিশেষ অনুদান প্রদান করা হয়।

নিবন্ধীকৃত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি

জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়

আবেদন প্রাপ্তির ১৫ মাসের মধ্যে

জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

 

৭.

সচেতনতা বৃদ্ধি এবং জেন্ডার সমতামূলক কার্যক্রম

নারী উন্নয়ন ও  জেন্ডার সমতা আনয়নে বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণ যেমন- ইভটিজিং, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ, জন্মনিবন্ধন ও বিবাহ নিবন্ধন উদ্বুদ্ধকরণ, এইচ আইভি(এইডস) প্রতিরোধে সচেতনতাবৃদ্ধিসহ নারী অধিকার রক্ষায়( সিডো) সনদ বাস্তবায়নসহ বিভিন্ন দিবস পালন করা হয়। এছাড়া মহিলা উন্নয়ন সমন্বয় সভা সংক্রান্ত সার্বিক কার্যক্রম পরিচালনা, নিয়মিত প্রতিবেদন প্রস্ত্তত ও বিতরণ করা, আন্তর্জাতিক বিভিন্ন সভার জন্য চাহিত তথ্যাদি প্রস্ত্তত ও বিতরণ।

দেশের সকল জনগোষ্ঠী

জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়

বছর ব্যাপী ও দিবস অনুযায়ী

জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

 

 

 

 

গুরুত্বপূর্ণ প্রকল্পসমূহ

১। দরিদ্র মা’র জন্য মাতৃত্বকালীন ভাতাঃ-

পটুযাখালী জেলায় ২০১২-১৩অর্থ বছরে মোট উপকারভোগী ২০৪০ জন। মাসিক ৩৫০/- টাকা হারে ২ (দুই) বৎসর মেয়াদে ভাতা পাচ্ছেন।

 

২। কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিলঃ

পটুয়াখালী পৌরসভায় ১০০০ জন কর্মজীবি ল্যাকটেটিং মাদার মাসিক ৩৫০/- টাকা হারে ২ বছর মেয়াদে ভাতা পাচ্ছেন।

 

৩। ভিজিডিঃ

পটুয়াখালী জেলায় ১৮২৭৫ জন উপকারভোগী ২০১৩-১৪ চক্রে মাসিক ৩০ কেজি হারে চাল/গম খাদ্য সহায়তা পাচ্ছেন।

 

৪। স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনঃ

পটুযাখালী জেলায় ৩৭৮ টি স্বেচ্ছাসেবী মহিলা সংগঠন আছে। সংগঠনের মাধ্যমে মহিলারা আয়বর্ধনমূলক কর্মকান্ড পরিচালনা করে আত্মনির্ভরশীল হচ্ছে।

 

৫। ক্ষুদ্রঋণ

দুঃস্থ মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য পটুয়াখালী জেলায় ৬৫৬ জন ঋন গ্রহীতাকে ৫% হারে ৪২০০০০০/- টাকা ঋন বিতরন করা হয়েছে।

 

৬। মহিলা প্রশিক্ষণ কেন্দ্রঃ

পটুয়াখালী জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে ৫০ জন ছাত্রীকে ৫ টি ট্রেড - ক) দর্জি বিজ্ঞান ও এমব্রয়ডারী খ) নার্সারী গ) বিউটিফিকেশন কোর্স ঘ) মোমবাতি তৈরি ঙ) কাগজের ঠোঙ্গা তৈরি প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে